Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

সেবার তালিকাঃ

১. কৃষি বিষয়ক পরামর্শ  এবং সহযোগিতা প্রদান্।

২. উন্নয়ন সহায়তার মাধ্যমে কৃষি যন্ত্রপাতি প্রদান।

৩. মাশরুম চাষে পরামর্শ।

৪. সার ও সার জাতীয় দ্রব্যের বিপণন নিবন্ধন।

৫. সার ও সার জাতীয় দ্রব্যের নিবন্ধন নবায়ন।

৬. বসতবাড়ীর ছাদে বাগান স্থাপনে সহযোগিতা প্রদান।

৭. উদ্যান ফসল চাষে পরামর্শ ও নার্সারী স্থাপনে সহায়তা এবং লাইসেন্স প্রদান।

৮. পেস্টিসাইড হোলসেল লাইসেন্স প্রদান।

৯. পেস্টিসাইড রিটেইল লাইসেন্স প্রদান।

১০.ই-সম্প্রসারণ সেবার মাধ্যমে বিভিন্ন কৃষি বিষয়ক অ্যাপস ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করা্।

১১.নিরাপদ সবজি উৎপাদনে জৈব কৃষি অনুসরণ ও সম্প্রসারণে কৃষকদের উদ্বুদ্দ করা।

১২.ব্লকে একটি কৃষক মৌসুমভিত্তিক নতুন সম্ভাবনাাময় ফসল ও ফল চাষাবাদ করলে তা অন্য ১১ টি কৃষক দলকে সরেজমিনে দেখিয়ে উদ্বুদ্ধ করা ।

১৩.ব্লকের পশ্চাৎপদ এলাকার কৃষকগণকে ই-সম্প্রসারণ সেবার মাধ্যমে সময়মত সম্প্রসারণ সেবা পৌছানো। 

১৪.উত্তম কৃষি ব্যবস্থাপনা (GAP) কার্যক্রম বাস্তবায়ন করতে কৃষকদের প্রশিক্ষণ প্রদান।

১৫.নিচু পতিত জমিতে সর্জন পদ্ধতিতে বানিজ্যিক ভিত্তিতে ফল বাগান ও সবজি চাষে আগ্রহী করে তোলা।

১৬.উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাঠ পর্যায়ে প্রতিনিয়ত বালা্ইয়ের উপস্থিতি মনিটরিং এবং ব্যবস্থাপনার মাধ্যমে ফসলের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা।

১৭.কৃষকদের পাশাপাশি কৃষাণীদের অবসর সময় কাজে লাগিয়ে ভার্মিকম্পোষ্ট উৎপাদন ও বিক্রি করে স্বাবলম্বী করে তুলতে প্রশিক্ষণ প্রদান।

১৮.পরিবেশবান্ধব নিরাপদ বালাইনাশকের ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করা্

১৯.ব্লকে কৃষকদের সাথে ভার্চুয়ার গ্রুপ সৃষ্টি করে বিভিন্ন সম্প্রসারণ প্রযুক্তি,বাজার দর,কৃষি উপকরণ প্রাপ্যতা বিষয়ে সমন্বয় রক্ষা করা।

২০.বসত বাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগানে কালিকাপুর মডেলে সবজি উৎপাদন করে নিজেদের পরিবারের নিরাপদ খাদ্য -পুষ্টির চাহিদা নিশ্চিত করা।

২১.নারীদের অধিকমাত্রায় কৃষির সঙ্গে সম্পৃক্ত করে আধুনিক প্রযুক্তিগত জ্ঞান প্রদানে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সচেষ্ট হওয়া।

২২ব্লকের কৃষকদের বারোমাসী সজিনা ও তাল গাছের উপকারিতা সম্পর্কে ধারনা প্রদান করা্

২৩.টেকসই ও লাভজনক ফসল উৎপাদনের লক্ষে ভার্মিকম্পোষ্ট,ট্রাইকোকম্পোষ্ট ,ট্রাইকো লিচেট ও ডলোচুন ব্যবহারে আগ্রহী করে তোলা্

২৪.বসতবাড়ীতে ফলের উন্নতজাত প্রতিস্থাপন করে পরিবারে অর্থ পুষ্টি যোগানে উদ্বুদ্ধ করা।