Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নিরাপদ সবজী বিক্রয়কেন্দ্রের উদ্বোধন
বিস্তারিত

আনোয়ারায় নিরাপদ সবজী বিক্রয়কেন্দ্রের উদ্বোধনঃ

আনোয়ারায়  'শঙ্খ' রাসায়নিক বিষমুক্ত নিরাপদ সবজি গ্রাম এর মাঠ দিবস ও বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। 
মঙ্গলবার ( ৪ ফেব্রুয়ারি) এই উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কাফকো হাউজিং গেইটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাশেষে উপজেলা কৃষি অফিসার মোঃহাসানুজ্জামানের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন শেখ উপজেলা নিবার্হী অফিসার শেখ জোবায়ের আহমেদ। এসময়  উপস্থিত ছিলেন বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সোলায়মান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ জোবায়ের আহমদে বলেন, কৃষি অফিসার মোঃ হাসানুজ্জামানের কাছ থেকে জানতে পেরেছি আনোয়ারাতে প্রায় ৩৫ হেক্টর জমিতে নিরাপদ সবজি আবাদ করা হয়। নিরাপদ মানে উৎপাদন প্রক্রিয়ায় কোনও রাসায়নিক সার বা রাসায়নিক অন্য উপাদান ব্যবহার করা হয় না। ব্যবহার করা হয় ভার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট নামক জৈব সার এবং ট্রাইকো লিচেট নামক জৈব ছত্রাক নাশক ও উদ্দীপক। এই নিরাপদ জমিতে উৎপাদিত সবজি আনোয়ারাতে বিপণনের জন্য একটি পরিকল্পনা গ্রহণ করি। 

তিনি আরও বলেন, সরজমিনে নিরাপদ জমিসমূহ পরিদর্শনের পর কাফকো হাউজিং এর সামনে একটি বিক্রয়কেন্দ্র নির্বাচন করা হয়েছে। উৎপাদন থেকে বিপণন পর্যন্ত ধাপসমূহে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগ তদারকি করবে।

এই বিক্রয় কেন্দ্রটি ঠিকভাবে চললে আনোয়ারার অন্যান্য এলাকায় আরও বিক্রয়কেন্দ্র চালু করার পরিকল্পনা রয়েছে। সঠিক প্রচার পেলে এবং পর্যাপ্ত ক্রেতা পেলে স্বপ্ন দেখি আনোয়ারার সকল জমিতে রাসায়নিক বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদন হবে।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
05/02/2020
আর্কাইভ তারিখ
31/12/2022